ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

অপারেশেন ডেভিল হান্ট’-চাটখিল আটক -৩

নোয়াখালীর চাটখিলে ‘অপারেশেন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করা হয়েছে৷ বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

অভিযানে আটককৃতরা হলেন চাটখিল পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল ওরফে কানা ইব্রাহিম (৪৮), পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন (৪৪) ও খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জিহাদ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা নষ্ট ও ক্ষতিকর কাজ সংঘটনের চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে মামলার তিনজন আসামিকে আটক করা হয়। আটককৃত তিনজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ৯ ফ্রেব্রুয়ারি চাটখিল উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজী মাসুদ রানা ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। আটককৃত তিন জন সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা সেই মামলার আসামী।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

অপারেশেন ডেভিল হান্ট’-চাটখিল আটক -৩

বর্তমান সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীর চাটখিলে ‘অপারেশেন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করা হয়েছে৷ বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

অভিযানে আটককৃতরা হলেন চাটখিল পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল ওরফে কানা ইব্রাহিম (৪৮), পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন (৪৪) ও খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জিহাদ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা নষ্ট ও ক্ষতিকর কাজ সংঘটনের চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে মামলার তিনজন আসামিকে আটক করা হয়। আটককৃত তিনজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ৯ ফ্রেব্রুয়ারি চাটখিল উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজী মাসুদ রানা ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। আটককৃত তিন জন সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা সেই মামলার আসামী।