ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর ঠাকুরগাঁওয়ে পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে বসা আ.লীগ নেতা গ্রেপ্তার ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো: ডাক্তার সাবরিনা ‘মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা’, এবার শেখ হাসিনাকে তুলোধুনো করল ভারতীয় মিডিয়া! পহেলা বৈশাখ উপলক্ষে দুবাইয়ে অণুষ্ঠিত হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ” সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার ফিরে এলেন আবু সাঈদ, মুগ্ধসহ ২৪-এর বীরেরা ‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল

পালিয়ে গিয়েছিলেন ভারত, দেশে ফিরে গ্রেফতার আওয়ামী লীগের দুই নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১১ সময় ভিউ

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ভারত ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৭ এপ্রিল) রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণঅভ্যুত্থানের পর ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফেরেন।

সোমবার রাতে এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন  বলেন, ভারত থেকে নেপাল হয়ে গ্রেফতার দুই নেতা বাংলাদেশে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দেশে ফিরে কোনো নাশকতা করার পরিকল্পনা ছিল কি না এ বিষয়ে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পল্টন থানার ওসি।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তফা জামান বাদল এবং আওয়ামী লীগ নেতা মোস্তফা ভারতে পালিয়ে যান। সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সূত্রটি জানায়, মিছিল করার সময় স্পটে ছিলেন তারা। গ্রেফতার দুই নেতা পেছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করেছে। ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল

পালিয়ে গিয়েছিলেন ভারত, দেশে ফিরে গ্রেফতার আওয়ামী লীগের দুই নেতা

বর্তমান সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ভারত ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৭ এপ্রিল) রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণঅভ্যুত্থানের পর ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফেরেন।

সোমবার রাতে এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন  বলেন, ভারত থেকে নেপাল হয়ে গ্রেফতার দুই নেতা বাংলাদেশে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দেশে ফিরে কোনো নাশকতা করার পরিকল্পনা ছিল কি না এ বিষয়ে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পল্টন থানার ওসি।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তফা জামান বাদল এবং আওয়ামী লীগ নেতা মোস্তফা ভারতে পালিয়ে যান। সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সূত্রটি জানায়, মিছিল করার সময় স্পটে ছিলেন তারা। গ্রেফতার দুই নেতা পেছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করেছে। ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।