ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

ভৈরবে শিক্ষার্থীর মাকে স্কুল সভাপতির বিয়ের চাপ, সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২৫ সময় ভিউ

ভৈরব প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের ভৈরবে কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুল সভাপতি জাকির হোসেন এর সঙ্গে ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মা নার্গিস আক্তার সুমা বেগমের সাথে ব্যক্তিগত সম্পর্ক ও পরে বিয়ের জন্য চাপ সহ্য করতে না পেরে ওই নারী (৮ মার্চ) শনিবার শ্রীনগর নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এমনি ঘটনা ঘটেছে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। এটাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মো. জাকির হোসেন শ্রীনগর এলাকার মৃত মো: মইজ উদ্দিনের ছেলে। শ্রীনগর কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। এছাড়া তিনি শ্রীনগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নেভি আক্তার কবিতার ভাই।

অন্যদিকে, নার্গিস আক্তার সুমা বেগম শ্রীনগর ইউনিয়নের সৌদি প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। তার শিশুকন্যা কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের সুবাদে জাকির হোসেন ও সুমা বেগমের পরিচয় হয়, যা একপর্যায়ে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। এই সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সুমা বেগম সংসারের কথা ভেবে সম্পর্ক থেকে সরে আসতে চাইলে জাকির হোসেন তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এমনকি বিয়েতে রাজি করানোর জন্য আরও কয়েকজন ব্যক্তিকে মাধ্যমে ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

চরম মানসিক চাপে পড়ে সুমা বেগম (৮ মার্চ) শনিবার বিষপান করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে সোমবার তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

স্থানীয়দের দাবি, জাকির হোসেন সুমা বেগমের কাছ থেকে দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়েছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, জাকির হোসেনের বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তবে তিনি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

এক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “স্কুল পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অবশ্যই নৈতিকতার মানদণ্ড বজায় রাখা উচিত। একজন সভাপতির বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে এটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আমরা চাই প্রশাসন বিষয়টি যথাযথভাবে তদন্ত করুক।

এদিকে, মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, নার্গিস আক্তার সুমা বেগম বলেন, “আমি এখন অসুস্থ, এবিষয়ে পরে কথা বলবো।

এবিষয়ে নার্গিস আক্তার সুমা বেগমের স্বামীর চাচাত ভাই মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনাটা সামাজিক ভাবে একটা ন্যাক্কার জনক ঘটনা। আমাদের বংশপের মানহানি হয়েছে। আমরা চাই এটার সাথে জড়িত দোষীদের শাস্তি হউক।

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারুন অর রশিদ বলেন আমি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি, ঘটনাটি সামাজিক নৈতিকতা চরম অবক্ষয়ের নিম্নস্তরের নিয়ে গেছে। তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরে প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা দেখার বিষয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভৈরবে শিক্ষার্থীর মাকে স্কুল সভাপতির বিয়ের চাপ, সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

বর্তমান সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ভৈরব প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের ভৈরবে কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুল সভাপতি জাকির হোসেন এর সঙ্গে ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মা নার্গিস আক্তার সুমা বেগমের সাথে ব্যক্তিগত সম্পর্ক ও পরে বিয়ের জন্য চাপ সহ্য করতে না পেরে ওই নারী (৮ মার্চ) শনিবার শ্রীনগর নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এমনি ঘটনা ঘটেছে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। এটাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মো. জাকির হোসেন শ্রীনগর এলাকার মৃত মো: মইজ উদ্দিনের ছেলে। শ্রীনগর কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। এছাড়া তিনি শ্রীনগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নেভি আক্তার কবিতার ভাই।

অন্যদিকে, নার্গিস আক্তার সুমা বেগম শ্রীনগর ইউনিয়নের সৌদি প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। তার শিশুকন্যা কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের সুবাদে জাকির হোসেন ও সুমা বেগমের পরিচয় হয়, যা একপর্যায়ে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। এই সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে সুমা বেগম সংসারের কথা ভেবে সম্পর্ক থেকে সরে আসতে চাইলে জাকির হোসেন তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এমনকি বিয়েতে রাজি করানোর জন্য আরও কয়েকজন ব্যক্তিকে মাধ্যমে ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

চরম মানসিক চাপে পড়ে সুমা বেগম (৮ মার্চ) শনিবার বিষপান করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে সোমবার তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

স্থানীয়দের দাবি, জাকির হোসেন সুমা বেগমের কাছ থেকে দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়েছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, জাকির হোসেনের বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তবে তিনি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

এক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “স্কুল পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অবশ্যই নৈতিকতার মানদণ্ড বজায় রাখা উচিত। একজন সভাপতির বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে এটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আমরা চাই প্রশাসন বিষয়টি যথাযথভাবে তদন্ত করুক।

এদিকে, মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, নার্গিস আক্তার সুমা বেগম বলেন, “আমি এখন অসুস্থ, এবিষয়ে পরে কথা বলবো।

এবিষয়ে নার্গিস আক্তার সুমা বেগমের স্বামীর চাচাত ভাই মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনাটা সামাজিক ভাবে একটা ন্যাক্কার জনক ঘটনা। আমাদের বংশপের মানহানি হয়েছে। আমরা চাই এটার সাথে জড়িত দোষীদের শাস্তি হউক।

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারুন অর রশিদ বলেন আমি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি, ঘটনাটি সামাজিক নৈতিকতা চরম অবক্ষয়ের নিম্নস্তরের নিয়ে গেছে। তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরে প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা দেখার বিষয়।