ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাব

  • রিপোর্টার নাম:
  • বর্তমান সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৬ সময় ভিউ

ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারেন, সে জন্য বেইজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

চীন সফর নিয়ে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, কুনমিংয়ের ডেপুটি গভর্নর এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয়ার কথা ভাবা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়েছেন।

তিনি জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের। তবে নদ থেকে পানি না নেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।

তৌহিদ হোসেন জানান, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক, সেটা চায় চীন। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না।

চীনা ঋণের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ঋণের সুদহার ৩ শতাংশের মতো। তারপরও এটা আরও কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধে ইতিবাচক সাড়ার ইঙ্গিত দিয়েছে বেইজিং।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাব

বর্তমান সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারেন, সে জন্য বেইজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

চীন সফর নিয়ে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, কুনমিংয়ের ডেপুটি গভর্নর এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয়ার কথা ভাবা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়েছেন।

তিনি জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের। তবে নদ থেকে পানি না নেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।

তৌহিদ হোসেন জানান, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক, সেটা চায় চীন। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না।

চীনা ঋণের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ঋণের সুদহার ৩ শতাংশের মতো। তারপরও এটা আরও কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধে ইতিবাচক সাড়ার ইঙ্গিত দিয়েছে বেইজিং।