রাজধানীর উত্তরায় ওয়াং বু নামের ৩৭ বছর বয়সী এক চীনা নাগরিকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঐ ব্যাক্তির লাশ উদ্ধার করে।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থল ১৪ নং সেক্টর ১৬:নং রোড ৬৩ নং হাউজ থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার করেন।
এ ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে ওয়াং বু’কে হত্যার পর সহকর্মীরা পালিয়ে গেছে।
তিন আরো বলেন, লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ সময় সিআইডি ক্রাইমসিনের পুলিশ পরিদর্শক শেখ রাসেল কবির গণমাধ্যমকে জানান, মৃত ব্যক্তির গায়ে একধিক ছুরির আঘাত পাওয়া গেছে। তবে শরীরের ডান দিকে গুরুত্বর আঘাত পাওয়া যায়। তার শরীরে মোট ১০-১২ টি ছুরির আঘাত পাওয়া গেছে।আলামত হিসেবে ওয়াং বু’র ব্যবহ্রত দুটি পাসপোর্ট, দুটি মোবাইল ও রক্ত মাখা কিছু কাপড় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ১৪ থেকে ১৫ ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে উত্তরার উপ পুলিশ কমিশনার রওনক জাহান
গণমাধ্যমকে জানান,বিষয়টি যেহেতু বিদেশী নাগরিক মৃত্যুর বিষয়। আরো তদন্ত করে পরবর্তীতে জানান হবে।