ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের (এনআইসিউ) এ পরিচয়হীন তিন নবজাতক চিকিৎসাধীন ছিল। এর মধ্যে একজন মারা গিয়েছে এবং বর্তমানে দুই নবজাতক চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে খবর আসে হাসপাতালে অভিভাবকহীন দুটি নবজাতককে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে মোট তিন নবজাতক হাসপাতালের বিভিন্ন ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে।এর মধ্যে গত ৭ মার্চ হাসপাতালের টয়লেটে পড়ে ছিল একটি নবজাতক। পরে হাসপাতালে একজন স্টাফ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।এর পর থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর কিছু দিন পর আরও দুই জন নবজাতককে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাওয়া গেছে।
তবে, ওয়াশরুমে পাওয়া গেছে স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি। ওই তিন নবজাতকের একজন মারা গেছে। অপর দুজন নবজাতক হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন। ওই তিন নবজাতক ঈদুল ফিতরের আগেও সুস্থ ছিল। কিন্তু ঈদের পর এক জনের মৃত্যু হয়। বেঁচে থাকা দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে।