রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে ।বৃহস্পতিবার বিমানবন্দর এলাকা থেকে একটি অভিযান পরিচালনা করে ০৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন ইসমাইল হোসেন (৩২), সাইদুল ইসলাম (৩২), আরিফ হোসেন (২৩), শামীম হোসেন (১৮), জনি মোল্লা (৩২), রানা (২১)।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য থানা এলাকার বিশেষ বিশেষ স্থানে অফিসার ও ফোর্স মোতায়নপূর্বক জান মাল হেফাজত করছি। একজন মানুষও যাতে দুর্ঘটনার শিকার না হয়, সেই লক্ষ্যে কাজ করছি। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে ।