ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে বাজার মনিটরিং করতে গিয়ে দুই দোকানিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।
পরে হাট- বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় বিক্রয় ও রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রট।