ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২, আহত ৩০

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৭:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৩ সময় ভিউ

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বান্নু শহরের ক্যান্টনমেন্টে গাড়িবোমা হামলায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

খবর আল জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে।

এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।

বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।
হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।

পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২, আহত ৩০

বর্তমান সময় : ০৭:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বান্নু শহরের ক্যান্টনমেন্টে গাড়িবোমা হামলায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

খবর আল জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে।

এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।

বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।
হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।

পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।