ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর ঠাকুরগাঁওয়ে পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে বসা আ.লীগ নেতা গ্রেপ্তার ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো: ডাক্তার সাবরিনা ‘মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা’, এবার শেখ হাসিনাকে তুলোধুনো করল ভারতীয় মিডিয়া! পহেলা বৈশাখ উপলক্ষে দুবাইয়ে অণুষ্ঠিত হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ” সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার ফিরে এলেন আবু সাঈদ, মুগ্ধসহ ২৪-এর বীরেরা ‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল

‘গাজায় সাংবাদিকদের টার্গেট করছে ইসরায়েল’

যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় প্রতিনিয়তই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ও লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন।

সোমবার (৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

যুদ্ধ শুরু পর থেকে বিভিন্ন হামলার ঘটনা বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল গাজার মিডিয়া কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে।

ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্ট অফ ওয়ার’ প্রকল্পের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে লোয়েনস্টাইন বলেন, গাজার সাংবাদিকদের নিহতের সংখ্যা গত ১০০ বছরের সব সংঘাতের চেয়ে বেশি। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, গাজায় সাংবাদিকদের নির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে।

লোয়েনস্টাইন বলেন, যদি চীন, রাশিয়া এবং ইরান সাংবাদিকদের টার্গেট করে, তবে সেটা অনেক বেশি গুরুত্ব পায়, বড় করে দেখা হয়। কিন্তু মাসের পর মাস ধরে ইসরায়েল এটা করে আসছে, তা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব স্পষ্টভাবে বলে দেয় যে, এখন সংবাদমাধ্যমের কাছে একটি শ্রেণীবিভাগ তৈরি হয়েছে, যেখানে ফিলিস্তিনিরা মর্যাদা পাওয়ার যোগ্য নয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল

‘গাজায় সাংবাদিকদের টার্গেট করছে ইসরায়েল’

বর্তমান সময় : ০৭:১৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় প্রতিনিয়তই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ও লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন।

সোমবার (৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

যুদ্ধ শুরু পর থেকে বিভিন্ন হামলার ঘটনা বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল গাজার মিডিয়া কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে।

ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্ট অফ ওয়ার’ প্রকল্পের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে লোয়েনস্টাইন বলেন, গাজার সাংবাদিকদের নিহতের সংখ্যা গত ১০০ বছরের সব সংঘাতের চেয়ে বেশি। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, গাজায় সাংবাদিকদের নির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে।

লোয়েনস্টাইন বলেন, যদি চীন, রাশিয়া এবং ইরান সাংবাদিকদের টার্গেট করে, তবে সেটা অনেক বেশি গুরুত্ব পায়, বড় করে দেখা হয়। কিন্তু মাসের পর মাস ধরে ইসরায়েল এটা করে আসছে, তা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব স্পষ্টভাবে বলে দেয় যে, এখন সংবাদমাধ্যমের কাছে একটি শ্রেণীবিভাগ তৈরি হয়েছে, যেখানে ফিলিস্তিনিরা মর্যাদা পাওয়ার যোগ্য নয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।