দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সর্বকালের সেরা পাঁচ ওয়ানডে ব্যাটারের তালিকা প্রকাশ করেছেন। সেখানে ভারতীয় খেলোয়াড়দের আধিক্য দেখা গেছে বেশ।
তার তালিকায় রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের সঙ্গে আছেন ভারতের তিন ক্রিকেট মহাতারকা শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং এমএস ধোনি। এই তিনজনই ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক শিরোপাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ওদিকে পন্টিং ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শাসনের অন্যতম রূপকার। তিনি ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত তিনটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরের দুই আসরে অধিনায়কত্ব করেন। ক্যালিস, ডি ভিলিয়ার্সের তালিকায় একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপ জিততে পারেননি, তবে তিনি দক্ষিণ আফ্রিকার ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রাখেন। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে সেঞ্চুরি ও ফাইনালে পাঁচ উইকেট নিয়ে দলের শিরোপা নিশ্চিত করেন।
এই পাঁচ ব্যাটসম্যানের ব্যক্তিগত ওয়ানডে রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, শচীন টেন্ডুলকার ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক, তার সংগ্রহ ১৮,৪২৬ রান ৪৬৩ ম্যাচে। ডি ভিলিয়ার্সের সাবেক আরসিবি সতীর্থ বিরাট কোহলি এখন পর্যন্ত ৩০১ ম্যাচে ১৪,১৮০ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন এবং সর্বাধিক ৫১টি ওয়ানডে সেঞ্চুরি করে সবার ওপরে।
পন্টিং ওয়ানডে ক্রিকেটে ১৩,৭০৪ রান নিয়ে কোহলির পর চতুর্থ স্থানে আছেন। ক্যালিস ১১,৫৭৯ রান নিয়ে অষ্টম স্থানে এবং ধোনি ১০,৭৭৩ রান করে দ্বাদশ স্থানে রয়েছেন।
এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা পাঁচ ওয়ানডে ব্যাটসম্যান:
রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি।