ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৬ সময় ভিউ

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি আপস-মিমাংসার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চললেও পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার পর রোববার (৯ মার্চ) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে চান মিয়া ওই শিশুকে কিছু কিনে দেয়ার কথা বলে ওই শিশুকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে ২০ টাকা তার হাতে দেয়। খবর পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।

তারা আরও জানান, এ ঘটনার পর চান মিয়া এলাকার বিভিন্ন লোকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস মিমাংসার চেষ্টা করেছেন। তবে ব্যার্থ হন তিনি। পরে শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রোববার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযুক্ত চান মিয়াকে (লছা মিয়া) গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য হাপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বর্তমান সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি আপস-মিমাংসার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চললেও পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার পর রোববার (৯ মার্চ) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে চান মিয়া ওই শিশুকে কিছু কিনে দেয়ার কথা বলে ওই শিশুকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে ২০ টাকা তার হাতে দেয়। খবর পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।

তারা আরও জানান, এ ঘটনার পর চান মিয়া এলাকার বিভিন্ন লোকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস মিমাংসার চেষ্টা করেছেন। তবে ব্যার্থ হন তিনি। পরে শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রোববার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযুক্ত চান মিয়াকে (লছা মিয়া) গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য হাপাতালে পাঠানো হয়েছে।