পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেসের সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ট্রেনটি আগে ভোরে শাটল হিসেবে ঈশ্বরদী স্টেশন থেকে ঢালারচর গেলেও পরিবর্তিত সূচিতে এ যাত্রা বন্ধ থাকবে। ফলে এখন থেকে ঈশ্বরদী না এসে ট্রেনটি রাতে ঢালারচর স্টেশনে অবস্থান করবে। পরদিন সেখানে থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঈশ্বরদী জংশন স্টেশনের টিটিই আব্দুল আলিম মিঠু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী ঈশ্বরদী থেকে ঢালারচরের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস শাটলের যাত্রা বাতিল করা হয়েছে। এটি অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। কারণ শাটল ট্রেন যাতায়াতে কোনো যাত্রী থাকতো না। ট্রেন পুরোটাই যাত্রীশূন্য অবস্থায় চলাচল করতো। শুধু নিরাপত্তাজনিত কারণে এ ট্রেন ঢালারচর স্টেশনে না রেখে ১৫৭ কিলোমিটার পথ অতিক্রম করে ঈশ্বরদী স্টেশনে এনে রাতে রাখা হতো।
তিনি আরও বলেন, ঢালারচর স্টেশনে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওয়াটারিং ব্যবস্থা ও যান্ত্রিক বিভাগের লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। ঢালারচরে থাকায় ট্রেনের জ্বালানি সাশ্রয় হবে।
পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেনটি ঢালারচর স্টেশন থেকে ভোর সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুপুর ২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শাটল-২ হয়ে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। রাজশাহী এক ঘণ্টা ৪০ মিনিট অবস্থানের পর বিকেল ৫টা ২০ মিনিটে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করবে এবং রাত ৯টা ১৫ মিনিটে ঢালারচর পৌঁছাবে।
সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় শেষ বারের মতো ঢালারচর এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যায়।