টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি জানতে ট্র্যাকারের বিকল্প নেই। এজন্য এসডিজি ট্র্যাকারকে সংস্কার করে আধুনিকায়ন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আরও বেশি সহজ এবং অনেক বেশি তথ্যসমৃদ্ধ করে এই ট্র্যাকারকে কার্যকরভাবে ব্যবহার উপযোগী করা হয়েছে।
বুধবার এই আধুনিক ট্র্যাকারের উদ্বোধন করে সংস্থাটি। এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বিস্তারিত তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউয়ুম আরা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ (অপারেশন) ফারুক আন্দ্রিয়ান ডুমান।
বক্তব্য দেন, বিবিএসেরর উপমহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম। সেমিনারে এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিবিএসের এসডিজি সেলের ফোকাল পয়েন্ট মো.আলমগীর হোসেন এবং এটুআই প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাকির হোসেন।
লামিয়া মোর্শেদ বলেন, এসডিজির সঠিক অগ্রগতি নির্ণয়ে এসডিজি ট্র্যাকারের আপডেট ভার্সনের বিকল্প নেই। এর মাধ্যমে কোন সূচকে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে সেটি সঠিকভাবে আমরা যেমন জানতে পারব তেমনি আন্তর্জাতিকভাবেও আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এই ট্র্যাকারে যে তিনটি ড্যাসবোর্ড স্থাপন করা হয়েছে এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়নে এসডিজির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। কাজেই এই এসডিজি বাস্তবায়নের অবস্থা সম্পর্কে সরকারের সঠিক তথ্য জানা দরকার। তাহলেই সে হিসেবে নীতি রির্ধারণ করা সহজ হবে।
ড.কাউয়ুম আরা বেগম বলেন, এসডিজি বাস্তবায়নে যথোপযুক্ত ডাটা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এই ট্র্যাকার পরিচালনায় নানা চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু সেগুলো দূর করে এসডিজির সঠিক বাস্তবায়নে কাজ করতে হবে। এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন আমাদের বিদ্যমান বাঁধাগুলো দূর করবে। ইতোমধ্যেই এসডিজির ২৪৮টি ইন্ডিকেটরের মধ্যে ২১১টি ইন্ডিকেটরে তথ্যের বেইজলাইন তথ্য তৈরি করা হয়েছে।
আলেয়া আক্তার বলেন, যেকোনো পরিস্থিতিতে যথাসময়ে পরিসংখ্যান প্রস্তুত, প্রকাশ ও সংরক্ষণে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিবিএসের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। সরকার দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পরিসংখ্যানিক তথ্য-উপাত্তের মাধ্যমে চিহ্নিত করে বিভিন্ন বৈষম্য দূর করতে কাজ করছে।
আলমগীর হোসেন বলেন, এসডিজির ২৪৮টি সূচকের মধ্যে বিবিএস সর্বোচ্চ ১১১টি সূচকের ওপর তথ্য-উপাত্ত দেওয়ার জন্য এককভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর দেওয়া তথ্য-উপাত্তের গুনগত মান যাচাইয়েরও দায়িত্ব পালন করে বিবিএস। এসডিজি ট্র্যাকার বাংলাদেশের এসডিজির তথ্য-উপাত্তের দর্পণ হিসেবে কাজ করে আসছে। বিবিএসই এই এসডিজির ট্র্যাকারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এই ট্র্যাকারের আগের ভার্সনের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে একটি ব্যবহারবান্ধব ও কার্যকর টুলস হিসেবে কাজে লাগাতে নতুন ভার্সন উন্নয়ন করা হয়েছে।
ঢাকা
,
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল
রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর
এসডিজির অগ্রগতি জানতে ট্র্যাকারের বিকল্প নেই
-
ডেস্ক রিপোর্ট
- বর্তমান সময় : ০৩:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- ১৬ সময় ভিউ
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ