দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে মন্তব্য করে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, যত দিন যাচ্ছে নারী নির্যাতন, সহিংসতা ও ধর্ষণ বেড়ে চলেছে। ধর্ষণ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ধামরাইয়ের নান্নার ইউনিয়নের এলোকেশী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত সাত মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।
তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে।
স্থানীয় বিএনপি নেতা মো. শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, খলিলুর রহমান, সাজাহান মোল্লা, মিজানুর রহমান, মোহাম্মদ নাছিরসহ অন্যান্য নেতারা।