ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

তিন দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • বর্তমান সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৮ সময় ভিউ

ঈদে শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমাটি আগে থেকেই ঈদে মুক্তির তালিকায় ছিল। তবে বরবাদ-এর সেন্সর ছাড়পত্র নিয়ে যখন কিছুটা জটিলতা দেখা দেয়, তখনই দৃশ্যপটে আসে ‘অন্তরাত্মা’। হুট করেই এই সিনেমাটি ঈদে মুক্তি ঘোষণা দেওয়া হয়।

২০২১ সালের মার্চে শেষ হয় এই সিনেমার শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি হুট করে এসেই এখন হারিয়ে যাওয়ার পথে। ঈদের তৃতীয় দিনেই দর্শক সাড়া না পাওয়ায় সিনেমাটি নামিয়ে নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

জানা গেছে, মুক্তির তৃতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’

‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

তিন দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা

বর্তমান সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ঈদে শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমাটি আগে থেকেই ঈদে মুক্তির তালিকায় ছিল। তবে বরবাদ-এর সেন্সর ছাড়পত্র নিয়ে যখন কিছুটা জটিলতা দেখা দেয়, তখনই দৃশ্যপটে আসে ‘অন্তরাত্মা’। হুট করেই এই সিনেমাটি ঈদে মুক্তি ঘোষণা দেওয়া হয়।

২০২১ সালের মার্চে শেষ হয় এই সিনেমার শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি হুট করে এসেই এখন হারিয়ে যাওয়ার পথে। ঈদের তৃতীয় দিনেই দর্শক সাড়া না পাওয়ায় সিনেমাটি নামিয়ে নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

জানা গেছে, মুক্তির তৃতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’

‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।