ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

শিশু নির্যাতনের বিচার চাইলেন শাকিব খান

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১১:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৩ সময় ভিউ

মাগুরায় আট বছরের শিশু নির্যাতনের ঘটনায় বিচার চাইলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সেই ভুক্তভোগী শিশুকে নির্যাতনের বিচার চান শাকিব।

এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নির্যাতিত শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে। তাই তো দেশের বিনোদন জগতের তারকারাও চুপ থাকতে পারেননি। তাই দেশের শীর্ষ নায়ক শাকিব খান হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন— উই ওয়ান্ট জাস্টিস।

মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে তার ভক্ত-অনুরাগীরাও ভীষণ খুশি। তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকেই। শাকিবের মন্তব্যের ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।

এদিকে এ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের সেই শিশু। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা করেন; সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ। ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে ন্যক্কারজনক এ ঘটনা। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমেও।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু নির্যাতনের বিচার চাইলেন শাকিব খান

বর্তমান সময় : ১১:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

মাগুরায় আট বছরের শিশু নির্যাতনের ঘটনায় বিচার চাইলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সেই ভুক্তভোগী শিশুকে নির্যাতনের বিচার চান শাকিব।

এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নির্যাতিত শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে। তাই তো দেশের বিনোদন জগতের তারকারাও চুপ থাকতে পারেননি। তাই দেশের শীর্ষ নায়ক শাকিব খান হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন— উই ওয়ান্ট জাস্টিস।

মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে তার ভক্ত-অনুরাগীরাও ভীষণ খুশি। তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকেই। শাকিবের মন্তব্যের ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।

এদিকে এ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের সেই শিশু। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা করেন; সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ। ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে ন্যক্কারজনক এ ঘটনা। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমেও।