বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা যুবদলের পক্ষ থেকে দক্ষিণখানবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণখান থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আকবর হোসেন ।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে আকবর হোসেন বলেন, নানা বাধা অতিক্রম করে রাস্তায় গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে দেশের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেগবান করি।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি’কে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেওয়াই আজকের দিনের অঙ্গীকার।
সাবেক এই যুবদল নেতা বলেন, বিএনপি গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গীকৃত চেতনায় শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়। জনগণ আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সব শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে সাবেক এই যুবদল নেতা বলেন, পহেলা বৈশাখে বিএনপি’কে সুশৃঙ্খল, সুসংগঠিত, আরও আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি।