ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো: ডাক্তার সাবরিনা

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৪ সময় ভিউ

গ্লোবাল টিভিতে প্রচারিত একটি টকশোতে অংশ নিয়ে চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম সাবেক ডিবি (গোয়েন্দা শাখা) প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডা. সাবরিনা জানান, হারুন তাকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার কল করে তলব করেছিলেন এবং পরবর্তীতে মিডিয়ায় কথা বলার কারণেও তার ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন।

ডা. সাবরিনা বলেন, “আমি যখন এক মাস দেশের বাইরে ছিলাম, তখনও তিনি আমাকে তিনবার আনঅফিসিয়ালি কল করেছিলেন। অথচ যদি অফিসিয়ালি ডাকতেন, তাহলে সেটা হতো তেজগাঁও থানার ওসির মাধ্যমে। কিন্তু কোনো নিয়ম ছাড়াই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেন, ‘একটু আসেন, কথা আছে।’ এমন অনানুষ্ঠানিক ডাকে আমি শেষ পর্যন্ত আর সাড়া দিইনি।”

তিনি আরও অভিযোগ করেন, “ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। আমাকে অফিসে ডাকার আগেই দেখা যেতো, সকল সাংবাদিক সেখানে উপস্থিত। মানে, আগে থেকেই সবাইকে জানিয়ে রাখতেন—ডা. সাবরিনা আসছেন, নাটক সাজাতে হবে।”

কারাগার থেকে মুক্তির পরেও ডা. সাবরিনা গণমাধ্যমে কথা বলায় হারুন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, ডা. সাবরিনার লেখা একটি বইতে সমকামীতার প্রসঙ্গ তোলার অভিযোগ এনে সেটি বাজেয়াপ্ত করেন সাবেক এই ডিবি কর্মকর্তা।

“তখন উনার ক্ষমতার প্রভাব ছিল, তাই আমি মুখ খুলতে পারিনি,” বলেন ডা. সাবরিনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো: ডাক্তার সাবরিনা

বর্তমান সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

গ্লোবাল টিভিতে প্রচারিত একটি টকশোতে অংশ নিয়ে চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম সাবেক ডিবি (গোয়েন্দা শাখা) প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডা. সাবরিনা জানান, হারুন তাকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার কল করে তলব করেছিলেন এবং পরবর্তীতে মিডিয়ায় কথা বলার কারণেও তার ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন।

ডা. সাবরিনা বলেন, “আমি যখন এক মাস দেশের বাইরে ছিলাম, তখনও তিনি আমাকে তিনবার আনঅফিসিয়ালি কল করেছিলেন। অথচ যদি অফিসিয়ালি ডাকতেন, তাহলে সেটা হতো তেজগাঁও থানার ওসির মাধ্যমে। কিন্তু কোনো নিয়ম ছাড়াই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেন, ‘একটু আসেন, কথা আছে।’ এমন অনানুষ্ঠানিক ডাকে আমি শেষ পর্যন্ত আর সাড়া দিইনি।”

তিনি আরও অভিযোগ করেন, “ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। আমাকে অফিসে ডাকার আগেই দেখা যেতো, সকল সাংবাদিক সেখানে উপস্থিত। মানে, আগে থেকেই সবাইকে জানিয়ে রাখতেন—ডা. সাবরিনা আসছেন, নাটক সাজাতে হবে।”

কারাগার থেকে মুক্তির পরেও ডা. সাবরিনা গণমাধ্যমে কথা বলায় হারুন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, ডা. সাবরিনার লেখা একটি বইতে সমকামীতার প্রসঙ্গ তোলার অভিযোগ এনে সেটি বাজেয়াপ্ত করেন সাবেক এই ডিবি কর্মকর্তা।

“তখন উনার ক্ষমতার প্রভাব ছিল, তাই আমি মুখ খুলতে পারিনি,” বলেন ডা. সাবরিনা।