সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
একই দাবিতে গতকাল রোববার বেলা সাড়ে ১১টা দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বেলা তিনটার দিকে সমাবেশ শেষ হয়।
এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সচেতন নাগরিক ফোরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।
প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও হয়নি। তাই দাবি একটাই, স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ সময় ধরে অস্থায়ীভাবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস ও হল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকছেন।
একই সময় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। ফোরামের পক্ষে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদারের হাতে স্মারকলিপিটি তুলে দেন ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন।