ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

শেবামেকে শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ সময় ভিউ

বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোড অবরোধ করেন তারা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পরে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৭৩টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষাদানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।

এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি- অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছেন এবং সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দূর করা হোক। আমরা ক্লাসে ফিরতে চাই।

শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহ পূরণের জন্য আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সরকার শেবামেকের সংকট নিরসনে কাজ করছে।

উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

শেবামেকে শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বর্তমান সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোড অবরোধ করেন তারা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পরে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৭৩টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষাদানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।

এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি- অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছেন এবং সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দূর করা হোক। আমরা ক্লাসে ফিরতে চাই।

শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহ পূরণের জন্য আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সরকার শেবামেকের সংকট নিরসনে কাজ করছে।

উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।