বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোড অবরোধ করেন তারা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পরে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে। বাকি ১৭৩টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষাদানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।
এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে। শিক্ষার্থীদের দাবি- অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছেন এবং সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দূর করা হোক। আমরা ক্লাসে ফিরতে চাই।
শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহ পূরণের জন্য আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সরকার শেবামেকের সংকট নিরসনে কাজ করছে।
উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।