রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া। এ সম্পর্কিত তথ্য গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পত্রে নিশ্চিত করা হয়, যা ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত।
২০ ফেব্রুয়ারি, অনুমোদনপ্রাপ্ত কাগজ হাতে পাওয়ার পর এই বিষয়ে জানাতে সক্ষম হন মনির হোসেন ভূইয়া।
পত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদিত হয়েছে।
এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি মনির হোসেন ভূইয়া, সদস্য সচিব (পদাধিকারী হিসেবে) প্রধান শিক্ষক শাজাহান আলী , অভিভাবক সদস্য মোঃ শাহ আলম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ফজলুল হক ।
এক প্রতিক্রিয়ায়, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া বলেন, “আমি গাওয়াইর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এখানে আমার স্কুলজীবন কাটিয়েছি। সেই প্রিয় প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্কুল নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, এবং যদি কখনো সুযোগ পাই, স্কুলটির উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গাওয়াইরের গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা কামনা করি।”