দক্ষিণি অভিনেত্রী অভিনয়া খুব চেনা নাম নন। এই তামিল অভিনেত্রী অবশ্য কাজ করছেন ২০০৮ সাল থেকে। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালমসহ বিভিন্ন ভাষার দক্ষিণি সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে সম্প্রতি একটি মালয়ালম সিনেমা দিয়ে তিনি আলোচনায়। ওটিটিতে মুক্তির পর সিনেমাটি পছন্দ করেছেন অনেক দেশি দর্শক। সিনেমা ও অভিনয়ার কাজ নিয়ে আলোচনা হচ্ছে অন্তর্জালে।
২০০৯ সালে ‘নাডোডিগাল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনয়ার। এ সিনেমা দিয়ে সেরা নবাগত অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান। এরপর আরও বিভিন্ন ভাষার সিনেমা করেছেন। তবে এবারের সাফল্য যেন আগের সবকিছু ছাড়িয়ে গেছে।পানি’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে আলোচিত মালয়ালম অভিনেতা জোজু জর্জের। এ ছবির প্রধান চরিত্রে (গিরি) অভিনয় করেছেন জর্জ। পর্দায় তাঁর স্ত্রী ‘গৌরী’ হয়েছে অভিনয়া।
গত ২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পানি’ ছবিটি। অল্প বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে ৩৮ কোটি রুপি আয় করে। চলতি মাসে ছবিটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে। এর পর থেকেই বাংলাদেশি দর্শকেরাও মজেছেন এ ছবিতে। কিন্তু কী আছে ‘পানি’ সিনেমায়?
এককথায় বললে, তেমন কিছু নেই। ঠিকই শুনেছেন। এ ছবির গল্প নিয়ে এই বাংলাদেশেই কত সিনেমা হয়েছে গুনে শেষ করা মুশকিল। এরপরও কেন এ ছবি নিয়ে এত কথা হচ্ছে?পানি’ মূলত প্রতিশোধের গল্প। গিরি এলাকার কুখ্যাত গ্যাংস্টার। সুপারশপে স্থানীয় দুই দুষ্কৃতকারী গিরির স্ত্রী গৌরীকে উত্ত্যক্ত করে। গিরি হাজির হয়ে তাঁদের উত্তমমধ্যম দেয়। প্রতিশোধের নেশায় মরিয়া দুই দুষ্কৃতকারীর হাতে গিরির স্ত্রী গৌরী ধর্ষণের শিকার হয়। এবার প্রকাশ্যে আসে গিরির ভয়ংকর রূপ। কীভাবে সে ওই দুই দুষ্কৃতকারীকে খুঁজে বের করে, তা নিয়েই এই সিনেমার গল্প। অতি চেনা প্রতিশোধের গল্প হলেও টান টান চিত্রনাট্য আর বুদ্ধিদীপ্ত নির্মাণের গুণে আলাদা হয়ে উঠেছে ‘পানি’।পুরো সিনেমাতেই একটা ভিন্নতা, সতেজতা, যা পর্দায় আটকে রাখে। সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, বাহুল্য তেমন কিছু নেই। আলাদা সাবপ্লট নেই, ভিন্নধর্মী কোনো চরিত্র হাজির করে আলাদা গিমিক দেওয়ার চেষ্টা করেননি নির্মাতা। তিনি প্রতিশোধের গল্প বলতে চেয়েছেন। পুরো সিনেমায় সেটাই করে গেছেন। পুরো সিনেমায় স্থানীয় বিভিন্ন উৎসবের আবহ ‘পানি’কে আরও ভিন্ন মাত্রা দিয়েছে।
সিনেমায় সহিংসতা আছে, তবে সেটা হালের আলোচিত হিন্দি সিনেমাগুলোর মতো আরোপিত মনে হয় না। বরং গল্পের সঙ্গে সঙ্গে এ ধরনের দৃশ্য দেখার জন্য দর্শককে তৈরি করে নেন নির্মাতা। তাই খুব চেনা গল্প হয়েও ‘অচেনা’ হয়ে ওঠে পানি। অল্প বাজেটে, সাধারণ গল্পকে কীভাবে উপভোগ্য উপায়ে দেখানো যায়, নিজের প্রথম সিনেমায় সেটা ভালোভাবে বুঝিয়ে দিলেন জোজু জর্জ।এবার আসা যাক অভিনয়ার প্রসঙ্গে। এ সিনেমা মুক্তির পর হঠাৎই আলোচনায় এ অভিনেত্রী, ‘পানি’ ওটিটিতে মুক্তির পর তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে।এ সিনেমার একটি ধর্ষণের দৃশ্য নিয়েও নানা আলোচনা হয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, দৃশ্যটি নিয়ে তাঁর মধ্যে কোনো দ্বিধা ছিল না। জোজু জর্জ অভিজ্ঞ অভিনেতা, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাঁর ওপর আস্থা রেখেছেন।দীর্ঘ ক্যারিয়ারে ৫৯টি সিনেমা করেছেন অভিনয়া। ‘পানি’ মুক্তির পর নানা ধরনের সিনেমার প্রস্তাব পাচ্ছেন। তবে অভিনেত্রী মুখিয়ে আছেন এস এস রাজামৌলির সঙ্গে কাজ করতে।