ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

নারী বিশ্বকাপের আয়োজক ভারত, বাছাইপর্ব পাকিস্তানে

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৪ সময় ভিউ

আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ইতোমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি পরে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

নারী বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে বাছাইপর্ব হবে পাকিস্তানে। এই মাসের শেষের দিকে সূচি প্রকাশ করা হবে। বাছাই পর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলবে পাকিস্তান, শ্রীলংকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। এখান থেকে দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ রেখে সূচি তৈরির করা হচ্ছে।

১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে নারী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ভেন্যু হিসেবে করাচি, মুলতান এবং ফয়সালাবাদকে বেছে নেওয়া হয়েছে।

প্রথমবার পাকিস্তানের মাটিতে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। পাকিস্তান আশাবাদী যে তারা টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেবে।

পিসিবির এক কর্মকর্তা বলেছেন, এটা আমাদের জন্য বড় ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজিত করতে যাচ্ছি।

পাকিস্তান যদি নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায় তাহলে আইসিসিকে আলাদা ভেন্যু খুঁজতে হবে এবং সূচিও সেভাবে তৈরি করতে হবে। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, তাই পাকিস্তানও ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাবে না।

নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবরে। বিশ্বকাপের মূলপর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে- স্বাগতিক ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নারী বিশ্বকাপের আয়োজক ভারত, বাছাইপর্ব পাকিস্তানে

বর্তমান সময় : ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ইতোমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি পরে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

নারী বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে বাছাইপর্ব হবে পাকিস্তানে। এই মাসের শেষের দিকে সূচি প্রকাশ করা হবে। বাছাই পর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলবে পাকিস্তান, শ্রীলংকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। এখান থেকে দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ রেখে সূচি তৈরির করা হচ্ছে।

১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে নারী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ভেন্যু হিসেবে করাচি, মুলতান এবং ফয়সালাবাদকে বেছে নেওয়া হয়েছে।

প্রথমবার পাকিস্তানের মাটিতে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। পাকিস্তান আশাবাদী যে তারা টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেবে।

পিসিবির এক কর্মকর্তা বলেছেন, এটা আমাদের জন্য বড় ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজিত করতে যাচ্ছি।

পাকিস্তান যদি নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায় তাহলে আইসিসিকে আলাদা ভেন্যু খুঁজতে হবে এবং সূচিও সেভাবে তৈরি করতে হবে। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, তাই পাকিস্তানও ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাবে না।

নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবরে। বিশ্বকাপের মূলপর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে- স্বাগতিক ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।