আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ইতোমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি পরে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।
নারী বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে বাছাইপর্ব হবে পাকিস্তানে। এই মাসের শেষের দিকে সূচি প্রকাশ করা হবে। বাছাই পর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলবে পাকিস্তান, শ্রীলংকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। এখান থেকে দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ রেখে সূচি তৈরির করা হচ্ছে।
১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে নারী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ভেন্যু হিসেবে করাচি, মুলতান এবং ফয়সালাবাদকে বেছে নেওয়া হয়েছে।
প্রথমবার পাকিস্তানের মাটিতে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। পাকিস্তান আশাবাদী যে তারা টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেবে।
পিসিবির এক কর্মকর্তা বলেছেন, এটা আমাদের জন্য বড় ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজিত করতে যাচ্ছি।
পাকিস্তান যদি নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায় তাহলে আইসিসিকে আলাদা ভেন্যু খুঁজতে হবে এবং সূচিও সেভাবে তৈরি করতে হবে। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, তাই পাকিস্তানও ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাবে না।
নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবরে। বিশ্বকাপের মূলপর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে- স্বাগতিক ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।