ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ: বাফুফে এখন কী করবে

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৫:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ২২ সময় ভিউ

ব্যাপারটা আমাদের আত্মসম্মানের’…এটুকু বলেই মাথা নিচু করে ফেললেন সাবিনা খাতুন। আর মাথা তুলছিলেন না। মিনিটখানেক পর মাথা তুললে দেখা যায় তাঁর চোখে পানি। কথা আর বাড়ালেন না। পিছিয়ে গিয়ে সামনে জায়গা করে দিলেন আরেকজনকে।

দৃশ্যটা গতকাল সন্ধ্যার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন চত্বরের। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার সঙ্গে তখন তাঁর সতীর্থ ফুটবলাররা। সামনে সাংবাদিকদের ভিড়, বুম আর ক্যামেরা।

ঠিক তিন মাস আগে, ২০২৪ সালের ৩১ অক্টোবরও বাফুফে ভবনে সাংবাদিকে ঠাসা পরিবেশে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাবিনা। সেদিন দাঁড়িয়েছিলেন হাসিমুখে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে। এবার হাসিমুখে নয়, অমর্যাদা আর অপমানের যন্ত্রণা নিয়ে, চোখে–মুখে হতাশা আর কান্না নিয়ে।সাবিনা–মনিকা–মাসুরা–ঋতুপর্ণাদের এমন কান্নার একটাই উৎস—পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ। মানসিক হয়রানি, উৎপীড়ন, গালাগালি, মানুষ হিসেবে অমর্যাদা করা, বডি শেমিং, দুর্ব্যবহার, ধারাবাহিক বৈষম্য, অন্যায় আচরণ…ক্যামেরার সামনে মুখে আর তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে এমন অনেক বিষয়ই উঠে এসেছে।সব মিলিয়ে সাবিনারা বলছেন, বাটলারের অধীনে অধিকাংশ খেলোয়াড়ই হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত। এমন পরিস্থিতিতে বাটলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। এখন হয় বাটলার নারী দলের কোচ থাকবেন, নয়তো এই ফুটবলাররা দলে থাকবেন—যেকোনো একটা। তাঁরা থাকলে বাটলারকে রাখা যাবে না, আর বাটলার থাকলে তাঁরা একযোগে পদত্যাগ (আসলে অবসর) করবেন।

আর এই পুরো বিষয়টায় ফুটবলাররা এখন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকে তাকিয়ে। ‘কোচ বিদ্রোহে’ অংশ নেওয়া ১৮ ফুটবলার বাফুফে প্রধানের কাছ থেকে আশু সমাধান চান। লেখায় আর বলায় সাবিনাদের মুখে যা ফুটে উঠেছে, তাতে আশু সমাধান বলতে ‘হয় কোচ, নয় আমরা’ আলটিমেটামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ করে দেওয়া।

দেশের ফুটবলে এমন অপ্রত্যাশিত আর নজিরবিহীন ঘটনা এমন সময়ে ঘটল, যখন বাফুফে সভাপতি দেশের বাইরে। এ মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে গেছেন তাবিথ। সেখানে থাকা অবস্থায়ই বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে বাটলারের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন।

তাবিথ যুক্তরাজ্যে থাকতে থাকতেই বাটলার ঢাকায় এসেছেন কাজ শুরু করতে, আর সেটি করতে গিয়েই এই ব্রিটিশ কোচ বিদ্রোহের মুখে।

কোচের বিষয়ে ফুটবলারদের আলটিমেটাম–পরবর্তী ঘটনায় বাফুফের অবস্থান জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাবিথের সঙ্গে। ইংল্যান্ডে অবস্থানরত বাফুফে কল কেটে দিয়ে খুদে বার্তায় পরে কথা বলবেন বলে জানান।

এরপর অবশ্য বাফুফের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে সভাপতির একটি বক্তব্য পাওয়া গেছে। সেটিতে লেখা, ‘খেলোয়াড়েরা আমাদের পরিবারের অংশ এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো মন্তব্য করব না।’

বাফুফে সভাপতির এখন মন্তব্য করার চেয়ে কাজে নেমে পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সেটা তারা করেছেও। করণীয় ঠিক করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাফুফে। এখন দেখা যাক, তারা কী করেন!

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ: বাফুফে এখন কী করবে

বর্তমান সময় : ০৫:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ব্যাপারটা আমাদের আত্মসম্মানের’…এটুকু বলেই মাথা নিচু করে ফেললেন সাবিনা খাতুন। আর মাথা তুলছিলেন না। মিনিটখানেক পর মাথা তুললে দেখা যায় তাঁর চোখে পানি। কথা আর বাড়ালেন না। পিছিয়ে গিয়ে সামনে জায়গা করে দিলেন আরেকজনকে।

দৃশ্যটা গতকাল সন্ধ্যার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন চত্বরের। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার সঙ্গে তখন তাঁর সতীর্থ ফুটবলাররা। সামনে সাংবাদিকদের ভিড়, বুম আর ক্যামেরা।

ঠিক তিন মাস আগে, ২০২৪ সালের ৩১ অক্টোবরও বাফুফে ভবনে সাংবাদিকে ঠাসা পরিবেশে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাবিনা। সেদিন দাঁড়িয়েছিলেন হাসিমুখে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে। এবার হাসিমুখে নয়, অমর্যাদা আর অপমানের যন্ত্রণা নিয়ে, চোখে–মুখে হতাশা আর কান্না নিয়ে।সাবিনা–মনিকা–মাসুরা–ঋতুপর্ণাদের এমন কান্নার একটাই উৎস—পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ। মানসিক হয়রানি, উৎপীড়ন, গালাগালি, মানুষ হিসেবে অমর্যাদা করা, বডি শেমিং, দুর্ব্যবহার, ধারাবাহিক বৈষম্য, অন্যায় আচরণ…ক্যামেরার সামনে মুখে আর তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে এমন অনেক বিষয়ই উঠে এসেছে।সব মিলিয়ে সাবিনারা বলছেন, বাটলারের অধীনে অধিকাংশ খেলোয়াড়ই হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত। এমন পরিস্থিতিতে বাটলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। এখন হয় বাটলার নারী দলের কোচ থাকবেন, নয়তো এই ফুটবলাররা দলে থাকবেন—যেকোনো একটা। তাঁরা থাকলে বাটলারকে রাখা যাবে না, আর বাটলার থাকলে তাঁরা একযোগে পদত্যাগ (আসলে অবসর) করবেন।

আর এই পুরো বিষয়টায় ফুটবলাররা এখন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকে তাকিয়ে। ‘কোচ বিদ্রোহে’ অংশ নেওয়া ১৮ ফুটবলার বাফুফে প্রধানের কাছ থেকে আশু সমাধান চান। লেখায় আর বলায় সাবিনাদের মুখে যা ফুটে উঠেছে, তাতে আশু সমাধান বলতে ‘হয় কোচ, নয় আমরা’ আলটিমেটামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ করে দেওয়া।

দেশের ফুটবলে এমন অপ্রত্যাশিত আর নজিরবিহীন ঘটনা এমন সময়ে ঘটল, যখন বাফুফে সভাপতি দেশের বাইরে। এ মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে গেছেন তাবিথ। সেখানে থাকা অবস্থায়ই বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে বাটলারের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন।

তাবিথ যুক্তরাজ্যে থাকতে থাকতেই বাটলার ঢাকায় এসেছেন কাজ শুরু করতে, আর সেটি করতে গিয়েই এই ব্রিটিশ কোচ বিদ্রোহের মুখে।

কোচের বিষয়ে ফুটবলারদের আলটিমেটাম–পরবর্তী ঘটনায় বাফুফের অবস্থান জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাবিথের সঙ্গে। ইংল্যান্ডে অবস্থানরত বাফুফে কল কেটে দিয়ে খুদে বার্তায় পরে কথা বলবেন বলে জানান।

এরপর অবশ্য বাফুফের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে সভাপতির একটি বক্তব্য পাওয়া গেছে। সেটিতে লেখা, ‘খেলোয়াড়েরা আমাদের পরিবারের অংশ এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো মন্তব্য করব না।’

বাফুফে সভাপতির এখন মন্তব্য করার চেয়ে কাজে নেমে পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সেটা তারা করেছেও। করণীয় ঠিক করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাফুফে। এখন দেখা যাক, তারা কী করেন!