ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৭ সময় ভিউ

ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জন্য এবার এলো সুসংবাদ। কারণ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এতে করে তার বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত থাকবে।

গত বছরের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কিছু উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী আমিত শাহর সামনেই ওই বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক।

এছাড়া কলকাতার বউবাজার থানাতেও একটি অভিযোগ দায়ের হয় ৷ বউবাজার থানাতেই প্রথম অভিযোগ দায়ের হয়েছিল ৷ দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় বিধাননগর দক্ষিণ থানায় ৷ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন ৷ এই মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ৷

তদন্তও শুরু করে কলকাতা পুলিশ ৷ তবে এফআইআর খারিজের দাবিতে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ দায়ের করেন মামলা ৷ সেই মামলার শুনানিতে মঙ্গলবার পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি জানিয়েছেন যে আগামী ২০ মে এই মামলার শুনানি হবে৷ সেই শুনানিতে কী হয় এখন সেটাই দেখার!

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

বর্তমান সময় : ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জন্য এবার এলো সুসংবাদ। কারণ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এতে করে তার বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত থাকবে।

গত বছরের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কিছু উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী আমিত শাহর সামনেই ওই বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক।

এছাড়া কলকাতার বউবাজার থানাতেও একটি অভিযোগ দায়ের হয় ৷ বউবাজার থানাতেই প্রথম অভিযোগ দায়ের হয়েছিল ৷ দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় বিধাননগর দক্ষিণ থানায় ৷ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন ৷ এই মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ৷

তদন্তও শুরু করে কলকাতা পুলিশ ৷ তবে এফআইআর খারিজের দাবিতে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ দায়ের করেন মামলা ৷ সেই মামলার শুনানিতে মঙ্গলবার পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি জানিয়েছেন যে আগামী ২০ মে এই মামলার শুনানি হবে৷ সেই শুনানিতে কী হয় এখন সেটাই দেখার!