ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

বৈশ্বিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৩ সময় ভিউ

শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়ার জন্য আসিনি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংস্কার করা হলে বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। এ সময় শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানের নির্দেশও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ এরইমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিছু ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক উন্নয়ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈশ্বিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

বর্তমান সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়ার জন্য আসিনি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংস্কার করা হলে বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। এ সময় শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানের নির্দেশও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ এরইমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিছু ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক উন্নয়ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।