ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের যে সুখবর দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৫ সময় ভিউ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।

তিনি আরও বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে। এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে ১–২ বাজেটে হবে না, ৩-৪ বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।

এদিকে, আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান তিনি। সেখানে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ-ও।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে নয়া উপদেষ্টার আসায় এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের যে সুখবর দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

বর্তমান সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।

তিনি আরও বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে। এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে ১–২ বাজেটে হবে না, ৩-৪ বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।

এদিকে, আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান তিনি। সেখানে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ-ও।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে নয়া উপদেষ্টার আসায় এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।