ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

গুলশানে বাড়ি তছনছের ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে প্রেরণ

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৩ সময় ভিউ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীরের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তছনছ, ও লুটপাটের চেষ্টার ঘটনায় গ্রেফতারকে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

এর আগে, গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনিজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা লুকিয়ে রাখা হয়েছে– এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে। এ সময় তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।

পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতেন। শত কোটি টাকা পাওয়া যেতে পারে, এমন তথ‍্য দিয়ে তিনিই মূলত জনতাকে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি প্রদান করেন।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে– কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর বলে প্রেস উইং থেকে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলশানে বাড়ি তছনছের ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে প্রেরণ

বর্তমান সময় : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীরের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তছনছ, ও লুটপাটের চেষ্টার ঘটনায় গ্রেফতারকে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

এর আগে, গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনিজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা লুকিয়ে রাখা হয়েছে– এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে। এ সময় তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।

পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতেন। শত কোটি টাকা পাওয়া যেতে পারে, এমন তথ‍্য দিয়ে তিনিই মূলত জনতাকে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি প্রদান করেন।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে– কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর বলে প্রেস উইং থেকে জানানো হয়।