ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

রেহানকে নিয়ে আগ্রহ বাড়ছে নির্মাতাদের

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৫:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ১৬ সময় ভিউ

গত বছরের শেষদিকে টিভি নাটকে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ নামে নাটকের মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবার আলোচনায় আসেন এ অভিনেতা। এ নাটকে নায়িকা হিসাবে তার সঙ্গী হন নাজনীন নীহা।

প্রথম নাটকেই অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন। হালের ভিউ কাউন্টেও পুরনোদের সঙ্গে পাল্লা দিয়েছেন প্রথম নাটক দিয়েই। অবশ্য রেহানের পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।

এরপর ভিকি জাহেদের পরিচালনায় ‘আরারাত’ নামে একটি ওয়েব সিরিজে ভিলেন চরিত্রে অভিনয় করেন। মিনার রহমানের ‘রঙ্গিন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অভিনয় করেছিলেন। তবে ‘যুগল’ই তাকে এনে দিয়েছে পরিচিতি। এরপর অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজ হাতে নেন।

সর্বশেষ ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয় তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ’ নামে একটি নাটক। এতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিপরীতে। ‘যুগল’ থেকে ‘নীলসুখ’র রেহানকে এনে দিয়েছেন ভিন্ন পরিচিতি। এরইমধ্যে নতুন হিসাবে নির্মাতাদের কাছে আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়ে গেলেন। ফলে ঈদের কাজের রাস্তাও হয়ে গেল প্রশস্ত।

আগামী ঈদে তাকে দেখা যাবে একাধিক নাটকে।

রেহান বলেন, ‘নীল সুখ নাটকটি দিয়ে অসংখ্যা দর্শকের ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত নানান মাধ্যমে এতে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা আমার কাছে রীতিমতো স্বপ্নের মতো। আমি নিজেকে যতটা পারফেক্টলি পারা যায় উপস্থাপনের চেষ্টা করেছি। ভিকি জাহেদ ভাই, মেহজাবীন আপু আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি ঋণী। এ নাটকের পর বেশকিছু কাজের ব্যাপারে আলাপ চলছে। কিছু কাজ চূড়ান্তও করেছি। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না। যেটাই করবো একটু বুঝে শুনে ভালো কাজটাই করতে চাই।’

এদিকে রেহান ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে একাধিক ফ্যাশন হাউজের ফটোশুটেও অংশ নিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রেহানকে নিয়ে আগ্রহ বাড়ছে নির্মাতাদের

বর্তমান সময় : ০৫:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

গত বছরের শেষদিকে টিভি নাটকে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ নামে নাটকের মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবার আলোচনায় আসেন এ অভিনেতা। এ নাটকে নায়িকা হিসাবে তার সঙ্গী হন নাজনীন নীহা।

প্রথম নাটকেই অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন। হালের ভিউ কাউন্টেও পুরনোদের সঙ্গে পাল্লা দিয়েছেন প্রথম নাটক দিয়েই। অবশ্য রেহানের পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।

এরপর ভিকি জাহেদের পরিচালনায় ‘আরারাত’ নামে একটি ওয়েব সিরিজে ভিলেন চরিত্রে অভিনয় করেন। মিনার রহমানের ‘রঙ্গিন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অভিনয় করেছিলেন। তবে ‘যুগল’ই তাকে এনে দিয়েছে পরিচিতি। এরপর অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজ হাতে নেন।

সর্বশেষ ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয় তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ’ নামে একটি নাটক। এতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিপরীতে। ‘যুগল’ থেকে ‘নীলসুখ’র রেহানকে এনে দিয়েছেন ভিন্ন পরিচিতি। এরইমধ্যে নতুন হিসাবে নির্মাতাদের কাছে আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়ে গেলেন। ফলে ঈদের কাজের রাস্তাও হয়ে গেল প্রশস্ত।

আগামী ঈদে তাকে দেখা যাবে একাধিক নাটকে।

রেহান বলেন, ‘নীল সুখ নাটকটি দিয়ে অসংখ্যা দর্শকের ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত নানান মাধ্যমে এতে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা আমার কাছে রীতিমতো স্বপ্নের মতো। আমি নিজেকে যতটা পারফেক্টলি পারা যায় উপস্থাপনের চেষ্টা করেছি। ভিকি জাহেদ ভাই, মেহজাবীন আপু আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি ঋণী। এ নাটকের পর বেশকিছু কাজের ব্যাপারে আলাপ চলছে। কিছু কাজ চূড়ান্তও করেছি। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না। যেটাই করবো একটু বুঝে শুনে ভালো কাজটাই করতে চাই।’

এদিকে রেহান ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে একাধিক ফ্যাশন হাউজের ফটোশুটেও অংশ নিয়েছেন।