ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা’ শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এই দিনে ভারতের ১৬ সেনাকে চিতায় পাঠায় সাহসী বিডিআর জওয়ানরা : ইলিয়াস আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত : জয়সওয়াল রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুর

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বাড়তে পারে কুয়াশার দাপট

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৫:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৩ সময় ভিউ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রি। এমন অবস্থায় সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও আগামী দুই দিনে কুয়াশার দাপট কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসহ রাজশাহীর বাঘাবাড়ি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী (সোমবার) শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে মঙ্গল ও বুধবার একই সময় পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রবিবার আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তার পরের দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।এদিকে, নওগাঁর বাদলগাছীতে আজ (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বাড়তে পারে কুয়াশার দাপট

বর্তমান সময় : ০৫:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রি। এমন অবস্থায় সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও আগামী দুই দিনে কুয়াশার দাপট কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসহ রাজশাহীর বাঘাবাড়ি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী (সোমবার) শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে মঙ্গল ও বুধবার একই সময় পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রবিবার আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তার পরের দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।এদিকে, নওগাঁর বাদলগাছীতে আজ (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।