বিদেশি ১৩ বোতল মদসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার মধ্য রাতে রাজধানীরউত্তরা পশ্চিম থানার ১২ ও ১৩ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন–ইমরান সানি শিকদার ওরফে কনডম সানি (৩০), মেহেদী সাদী (৩৮), মোঃ ওয়ারিশ (৩৬) ওআফতাবুজ্জামান মমিন (৪০)।
সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান এক প্রেস রিলিজে গনমাধ্যম’কে বিষয়টিনিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানার ১২ ও ১৩ নং সেক্টর এলাকায় একটিঅভিযান চালানো হয়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করাহয়।
আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। আসামিচারজন এর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছ বলে জানানপুলিশের এই কর্মকর্তা।