ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে এবার শেখ হাসিনার ছবি লাগানো ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ মাহমুদ রাজউক উত্তরা অফিস মতিঝিলে একিভূত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি বিএনপির পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লীদের বিশুদ্ব পানি ও শুকনো খাবার বিতরণ বগুড়ার শেরপুর শহরে উড়ালসড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন একুশের টান দুঃসাহসী, ছাত্র-জনতার অভ্যুত্থান জ্বলন্ত প্রমাণ: প্রধান উপদেষ্টা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের, মানুষের ভোগান্তি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব সরকারের সহায়তা নিয়ে নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব

বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের

  • ডেস্ক রিপোর্ট
  • বর্তমান সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৫ সময় ভিউ

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, হামলা এবং ৫টি বাস ভাংচুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিলে; রূপাতলী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জান-মালের নিশ্চয়তা প্রদানসহ হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বলে। বাসের হেলপার হাফ ভাড়া না নিয়ে উলটো ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কবিতর্কসহ খারাপ আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে। এসময় দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, পাঁচটি বাস ভাংচুর ও সাত শ্রমিককে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী সাব্বির আহমেদ। বাস শ্রমিকরা বলেন, পাঁচটি বাসসহ ইউনিয়ন অফিস ভাংচুর করা হয়েছে। সাত শ্রমিক আহত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদের আহত করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।

বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোন কথা বলেনি। উলটো শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

যাত্রী আবদুল মালেক বলেন, পিরোজপুর থেকে ডাক্তার দেখাতে বরিশালে এসে ধর্মঘটে আটকে গেছি। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।

বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু সেই আলোচনার দিকে না গিয়ে হঠাৎ করে টার্মিনালে হামলা ভাংচুর করা হল। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবে না বলে জানিয়েছে শ্রমিকরা। এখানে আমাদের কিছু করার নেই।

বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে

হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব

বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের

বর্তমান সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, হামলা এবং ৫টি বাস ভাংচুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিলে; রূপাতলী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জান-মালের নিশ্চয়তা প্রদানসহ হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বলে। বাসের হেলপার হাফ ভাড়া না নিয়ে উলটো ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কবিতর্কসহ খারাপ আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে। এসময় দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, পাঁচটি বাস ভাংচুর ও সাত শ্রমিককে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী সাব্বির আহমেদ। বাস শ্রমিকরা বলেন, পাঁচটি বাসসহ ইউনিয়ন অফিস ভাংচুর করা হয়েছে। সাত শ্রমিক আহত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদের আহত করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।

বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোন কথা বলেনি। উলটো শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

যাত্রী আবদুল মালেক বলেন, পিরোজপুর থেকে ডাক্তার দেখাতে বরিশালে এসে ধর্মঘটে আটকে গেছি। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।

বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু সেই আলোচনার দিকে না গিয়ে হঠাৎ করে টার্মিনালে হামলা ভাংচুর করা হল। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবে না বলে জানিয়েছে শ্রমিকরা। এখানে আমাদের কিছু করার নেই।

বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।